সাইফুল ইসলাম আরেফিনটরোন্টো, কানাডা। যতই জানি না কেন লিখার হাত ভালোনা আমার, তবুও লিখতে হচ্ছে। কারণ জীবনে কিছু মানুষ আছেন যাঁদের অনুরোধ কে ইগ্নোর করা যায়না। অথবা তাঁদের অনুরোধ কে নির্দেশ হিসেবেই ধরে নিতে হয়। আমার বেলায় ও তাই হয়েছে।ষোল বছর ধরে পরিবার সহ...

read more